বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় ।
Date Posted : 01 August 2015