06/08/15:Due to technical problem related with server of Machine Readable Passport (MRP), all application processing and bio-enrollment activities of MRP will be stopped from 03 August 2015 to 13 August 2015. Efforts are underway to solve the problem as early as possible. We are extremely sorry for the inconveniences. 06/08/15:এম.আর.পি.সফটওয়ারের যান্ত্রিক ত্রুটির কারণে ০৩ রা আগষ্ট ২০১৫ হতে আগামী ১৩ ই আগষ্ট ২০১৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক্স এনরোলমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে । যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানের প্রচেষ্টা চলছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত । 01/08/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় । 27/07/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে টোল ফ্রি হটলাইন/হেল্প লাইন/টেলিফোন স্থাপন করা হয়েছে, যার নম্বর ৮০০-১৯৫২। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীগণকে উক্ত নম্বরে প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন টেলিফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ'ল । বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সর্বদা প্রবাসীদের সেবায় নিয়োজিত । 14/07/15:On the occasion of " Holy Eid-Ul-Fitr", the Chancery shall remain closed from 15 July 2015 to the Second (2nd) day of " Holy Eid-Ul-Fitr" Day. No consular and other services except the emergency services shall be rendered on the above holidays. "পবিত্র ঈদ-উল-ফিতর" উপলক্ষে আগামী ১৫ জুলাই ২০১৫ তারিখ হতে পবিত্র ঈদ-উল-ফিতর" এর দ্বিতীয় দিন পর্যন্ত অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । বন্ধের দিনে জরুরী কনস্যুলার সেবা ছাড়া অন্য সকল প্রকার সেবা প্রদান বন্ধ থাকবে । 16/03/15:জাতির জনক বঙ্ববন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৫ এর অনুষ্ঠানমালা আগামী ১৭/০৩/২০১৫ খ্রি: তারিখ মঙ্গলবার বিকাল ০৪.০০ ঘটিকা হতে কনস্যুলেট ভবনে অনুষ্ঠিত হবে । সকল প্রবাসী বাংলাদেশী ও শিশুরা উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত । 16/03/15:On the occasion of the 95th Birthday of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the National Children's Day 2015, the Chancery shall remain closed on Tuesday ,17 March 2015. No consular and other services except the emergency services shall be rendered on that day.

Date Posted :