এম.আর.পি.সফটওয়ারের যান্ত্রিক ত্রুটির কারণে আগামী ৩১ আগষ্ট ২০১৫ হতে ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক্স এনরোলমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে । যান্ত্রিক ত্রুটি চলাকালীন সময়ে এমআরপি করতে ইচ্ছুক সেবা প্রার্থীকে এমআরপি আউটসোর্সিং কোম্পানী আইরিস-জিটিআর এর সাথে সাথে যোগাযোগের জন্য (১। জনাব নাজিম: ০৫০৪৬৯৭৪৭৬, ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া-৪, আলকুজ, দুবাই, ২ । জনাব গোকুল : ০৫৫৬৮৫৪৩৭৪, ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া-১৭, শারজাহ , ৩ । জনাব সুরেশ: ০৫৫১৩৩৭৪৭৭, আল নাখিল রোড, রাস আল খাইমা) অনুরোধ করা হল । সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত ।
Date Posted : 30 August 2015