06/09/15:Application for selection of Commercially Important Person (Non Resident Bangladeshi) i.e. CIP (NRB) for the year 2016 will be receiving by this Consulate General till 15 September,2015. Interested persons are requested to collect Application Form from this Consulate General or download from www.probashi.gov.bd or www.bmet.gov.bd or www.wewb.gov.bd and apply within stipulated time. 30/08/15:Due to technical problem related with software of Machine Readable Passport (MRP), all application processing and bio-enrollment activities of MRP will be stopped from 30 August 2015 to 12 September 2015.Concerned applicants are requested to contact with the outstanding company IRIS-GTR (1. Mr. Najeem: 0504697476, Industrial Area-4, Al Quoz, Dubai, 2. Mr. Gukol: 0556854374, Industrial Area-17, Sharjah, 3. Mr. Suresh: 0551337477, Al Nakheel Road, Ras Al Khaimah) We are extremely sorry for the inconveniences8 30/08/15:এম.আর.পি.সফটওয়ারের যান্ত্রিক ত্রুটির কারণে আগামী ৩১ আগষ্ট ২০১৫ হতে ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক্স এনরোলমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে । যান্ত্রিক ত্রুটি চলাকালীন সময়ে এমআরপি করতে ইচ্ছুক সেবা প্রার্থীকে এমআরপি আউটসোর্সিং কোম্পানী আইরিস-জিটিআর এর সাথে সাথে যোগাযোগের জন্য (১। জনাব নাজিম: ০৫০৪৬৯৭৪৭৬, ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া-৪, আলকুজ, দুবাই, ২ । জনাব গোকুল : ০৫৫৬৮৫৪৩৭৪, ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া-১৭, শারজাহ , ৩ । জনাব সুরেশ: ০৫৫১৩৩৭৪৭৭, আল নাখিল রোড, রাস আল খাইমা) অনুরোধ করা হল । সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত । 01/08/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় । 27/07/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে টোল ফ্রি হটলাইন/হেল্প লাইন/টেলিফোন স্থাপন করা হয়েছে, যার নম্বর ৮০০-১৯৫২। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীগণকে উক্ত নম্বরে প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন টেলিফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ'ল । বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সর্বদা প্রবাসীদের সেবায় নিয়োজিত ।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় ।

Date Posted : 01 August 2015