বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে টোল ফ্রি হটলাইন/হেল্প লাইন/টেলিফোন স্থাপন করা হয়েছে, যার নম্বর ৮০০-১৯৫২। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীগণকে উক্ত নম্বরে প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন টেলিফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ'ল । বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সর্বদা প্রবাসীদের সেবায় নিয়োজিত ।
Date Posted : 27 July 2015