04/05/16:সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র "শব-ই-মিরাজ" উপলক্ষে আগামী ০৫ ই মে ২০১৬, রোজ বৃহস্পতিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল- এ এদিন সব ধরনের সেবা বন্ধ থাকবে । 04/05/16:The Consulate General shall remain closed on Thursday,05 May 2016, on the occasion of the holy " Shab-e-Meraj" . No consular services will be rendered in the Consulate General on this day. 28/04/16:সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, " মে দিবস" উপলক্ষে আগামী ১লা মে ২০১৬, রোজ রবিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল-এ এদিন সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ থাকবে । 28/04/16:The Consulate General shall remain closed on Sunday, 01 May 2016, on the occasion of the " May Day". No Consular services will be rendered in the Consulate General on this Day. 08/03/16:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০১৬, রোজ বৃহস্পতিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল এ এদিন সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ থাকবে । 08/03/16:The Consulate General shall remain closed on Thursday, 17 March 2016 on the occasion of the 96th Birth Anniversary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children Day 2016. No consular services will be rendered in the Consulate General on this day. 03/02/16:Job Vacancy at Consulate General of Bangladesh, for more details click here 06/09/15:Application for selection of Commercially Important Person (Non Resident Bangladeshi) i.e. CIP (NRB) for the year 2016 will be receiving by this Consulate General till 15 September,2015. Interested persons are requested to collect Application Form from this Consulate General or download from www.probashi.gov.bd or www.bmet.gov.bd or www.wewb.gov.bd and apply within stipulated time. 01/08/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় । 27/07/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে টোল ফ্রি হটলাইন/হেল্প লাইন/টেলিফোন স্থাপন করা হয়েছে, যার নম্বর ৮০০-১৯৫২। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীগণকে উক্ত নম্বরে প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন টেলিফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ'ল । বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সর্বদা প্রবাসীদের সেবায় নিয়োজিত ।

Study in Bangladesh

Structure of the Education System

Education in Bangladesh has three major stages-primary, secondary and higher education. Primary education is a 5-year cycle while secondary education is a 7- year one with three sub-stages: 3 years of junior secondary, 2 years of secondary and 2 years of higher secondary. The entry age for primary is 6 years. The junior, secondary and higher stages are designed for age groups 11-13, 14-15 and 16-17 years. Higher secondary is followed by graduate level education in general, technical, engineering, agriculture, business studies, and medical streams requiring 5-6 years to obtain a Masters degree.

 

In the general education stream, higher secondary is followed by college/university level education through the Pass/Honors Graduate Courses (4 years). The masters Degree is of one year's duration for holders of Bachelor Degree (Honors) and two years duration for holders of (Pass) Bachelor Degree. Higher education in the technical area also starts after higher secondary level. Engineering, agriculture, business, medical and information & communication technology are the major technical and technological education areas. In each of the courses of study, except for medical education, a 5- year course of study is required for the first degree.

 

Different Steams in Education

Primary level education is provided under two major institutional arrangements (stream)-general and madrasha, while secondary education has three major streams: general, technical-vocational and madrasha. Higher education, likewise, has 3 streams: general (inclusive of pure and applied science, arts, business and social science), madrasah and technology education. Technology education in its turn includes agriculture, engineering, medical, textile, leather technology and ICT. Madrashas (Arabic for educational institution), functional parallel to the three major stages, have similar core courses as in the general stream (primary, secondary and post-secondary) but have additional emphasis on religious studies.

 

For details please see the https://cgbdubai.com/demo/indux.php?id=16