04/05/16:সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র "শব-ই-মিরাজ" উপলক্ষে আগামী ০৫ ই মে ২০১৬, রোজ বৃহস্পতিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল- এ এদিন সব ধরনের সেবা বন্ধ থাকবে । 04/05/16:The Consulate General shall remain closed on Thursday,05 May 2016, on the occasion of the holy " Shab-e-Meraj" . No consular services will be rendered in the Consulate General on this day. 28/04/16:সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, " মে দিবস" উপলক্ষে আগামী ১লা মে ২০১৬, রোজ রবিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল-এ এদিন সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ থাকবে । 28/04/16:The Consulate General shall remain closed on Sunday, 01 May 2016, on the occasion of the " May Day". No Consular services will be rendered in the Consulate General on this Day. 08/03/16:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৬ উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০১৬, রোজ বৃহস্পতিবার অত্র কনস্যুলেট জেনারেল বন্ধ থাকবে । কনস্যুলেট জেনারেল এ এদিন সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ থাকবে । 08/03/16:The Consulate General shall remain closed on Thursday, 17 March 2016 on the occasion of the 96th Birth Anniversary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children Day 2016. No consular services will be rendered in the Consulate General on this day. 03/02/16:Job Vacancy at Consulate General of Bangladesh, for more details click here 06/09/15:Application for selection of Commercially Important Person (Non Resident Bangladeshi) i.e. CIP (NRB) for the year 2016 will be receiving by this Consulate General till 15 September,2015. Interested persons are requested to collect Application Form from this Consulate General or download from www.probashi.gov.bd or www.bmet.gov.bd or www.wewb.gov.bd and apply within stipulated time. 01/08/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,দুবাই এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের সকল সম্মানিত প্রবাসীগণকে জনস্বার্থে জানানো যাচ্ছে যে, মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) পূর্বের ম্যানুয়াল (হাতের লেখা) পাসপোর্টের ন্যায় নবায়নযোগ্য (Renewable) নয় । তাই মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) মেয়াদোত্তীর্ণকালে তা পূনরায় নতুন করে ইস্যু করতে হয়, যা ২/৩ মাসের একটি প্রক্রিয়া । অতএব, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশী সেবাগ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪/৫ মাস পূর্বে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর জন্য আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, একটি মেশিন রিডেবল পাসপোর্ট (এম.আর.পি.) এর মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয় । 27/07/15:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে টোল ফ্রি হটলাইন/হেল্প লাইন/টেলিফোন স্থাপন করা হয়েছে, যার নম্বর ৮০০-১৯৫২। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীগণকে উক্ত নম্বরে প্রতি কর্ম দিবসে অফিস চলাকালীন টেলিফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ'ল । বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সর্বদা প্রবাসীদের সেবায় নিয়োজিত ।

Economy

The economy of Bangladesh is the 31st largest economy in the world as measured by purchasing power parity (PPP). It has made significant strides in its economic sector since its independence in 1971. The Bangladeshi garments industry is one of the largest and most comprehensive industries in the world. Before 1980, Bangladesh's economy and foreign exchange earnings were driven by the jute industry. However, this industry started to fall dramatically from 1970, when polypropylene products gained popularity over the jute products.

Current GDP per capita of Bangladesh registered a peak growth of 57% in the Seventies immediately after Independence. But this proved unsustainable and growth consequently scaled back to 29% in the Eighties and 24% in the Nineties.

Bangladesh has also made major strides to meet the food needs of its increasing population, through increased domestic production. Currently, Bangladesh is the fourth largest rice [1] producing country in the world. The land is devoted mainly to rice and jute cultivation, although wheat production has increased in recent years the country is largely self-sufficient in rice production. The country has large reserves of natural gas and limited reserves of coal and oil. While Bangladesh's industrial base is growing, unskilled labor is inexpensive and plentiful.

Pleace click here to view 

 

https://en.wikipedia.org/wiki/Economy_of_Bangladesh